বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে দলীয় বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার প্রমান পাওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ থেকে সাময়িক অব্যাহিত দেওয়া হয়েছে মর্মে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবদুল মোতালেব জাহাঙ্গীর ও যুগ্ম-আহবায়ক ফিরোজ গোলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এছাড়াও উক্ত বিষয়ে যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম ডিকেন-কে আগামী ০১ (এক) মাসের মধ্যে উপজেলা শাখার কাছে লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।