বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শনিবার (১৪ জানুয়ারি) রাতে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ রবিবার দিনের তাপমাত্রা আবার কিছুটা কমবে। সঙ্গে বাড়তে পারে কুয়াশার পরিমাণ। গতকাল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজতা কমে আসতে পারে। তবে একই সঙ্গে শঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানায়, আগামী সোমবার বা মঙ্গলবারের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। আবার বাড়তে পারে শৈত্যপ্রবাহের বিস্তারে থাকা এলাকার পরিমাণ। ঢাকায় বইতে পারে আবারও সেই কনকনে হিমেল হাওয়া। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮, যা গত কয়েকদিনের তুলনায় বেশি।