বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন দিল্লির ৭ নম্বর লোক কল্যাণ মার্গে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যা ৭টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা তা নিয়ন্ত্রণে এনেছেন। আগুনে মোদির বাসভবন বা অফিসের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।
আগুনের ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইট করে জানানো হয়, প্রধানমন্ত্রীর আবাসিক ভবনে আগুন লাগেনি। আগুন লেগেছে যেখানে সেটি হলো লোক কল্যাণ মার্গের এসপিজি রিসেপশন এরিয়া।