বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে চায় বার্সেলোনা। অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল টাকার বস্তা নিয়ে ছুটছে আর্জেন্টাইন সুপারস্টারের পেছনে। মেসির ভবিষ্যত আসলে কী? ক’দিন আগে খবর রটে, প্যারিসেই থিতু হবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে নতুন খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না মেসি।
আগামী ৩০শে জুন লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। তার আগেই মেসিকে নতুন প্রস্তাব দেয়ার পরিকল্পনার কথা জানায় লা প্যারিসিয়ানরা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, মেসিও পিএসজিতে থাকার আগ্রহ প্রকাশ করেন। তবে মার্কা জানিয়েছে, বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় কাতালানরা। স্প্যানিশ দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে টাইটেল কিংবা চ্যাম্পিয়নস লীগ জেতার আগ্রহ হারিয়ে ফেলেছেন মেসি।