নিহত গৃহবধুর স্বামীর দিকেই সন্দেহের তীর - The Barisal

নিহত গৃহবধুর স্বামীর দিকেই সন্দেহের তীর

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২৩, ০৫:৩৯
  • 187 বার পঠিত
নিহত গৃহবধুর স্বামীর দিকেই সন্দেহের তীর
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শোবার ঘর থেকে দাদি ও নাতবউয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সন্দেভাজন হিসেবে নাতবউ রিপার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম জানান, নিহত রিপার বাবা মো. শাহাজাহান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার রাতে এ হত্যা মামলা দায়ের করেন। তাছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকাতে পারে, এমন সন্দেহভাজনদের নামও উল্লেখ করেছে তিনি।
তারই পরিপ্রেক্ষিতে রিপার স্বামী সোলায়মান হোসেন সোহাগকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলায় কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের দক্ষিণ ভুতেরদিয়া গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে তার ১০২ বছর বয়সী মা লালমুন্নেছা, ছেলে সোলায়মান হোসেন সোহাগের স্ত্রী রিপা আক্তার ও ৫৫ বছর বয়সী স্ত্রী মিনারা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক দাদি ও নাতবউকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিনারা বেগম।
ঘটনার পর পুলিশ জানায়, খাবারের সঙ্গে কেউ বিষ মিশিয়ে দেওয়ার কারণে ‘বিষক্রিয়ায়’ ওই দুই নারীর মৃত্যু হতে পারে বলে তারা সন্দেহ করছেন।
তবে শুক্রবার বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।
তিনি বলেন, “চুরি করতে এসে এ ধরনের ঘটনা ঘটানো হয়নি। পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বাইর থেকেও দুই একজন ঢুকে পড়েছে কিনা সেই বিষয়টিও নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই নাত বধূর রিপার স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে।

“আর হাসপাতালে চিকিৎসাধীন রিপার শাশুড়িকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে রহস্য অনেকটা বের হবে বলে আমরা আশাবাদী।”

এদিকে মিনারার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আতিক জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, মিনারা বর্তমানে ‘স্বাভাবিকভাবে’ কথা বলতে পারছেন।

কেদারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম বিশ্বাস জানান, দাদি ও নাতবউয়ের লাশ এখনও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। শুক্রবার দুপুরের পর তা পরিবারের কাছে হস্তান্তর করতে পারে পুলিশ।
রিপার ভাই তারিকুল ইসলাম শাওনের বরাতে ইউপি সদস্য বলেন, “তিন বছর আগে রিপার সঙ্গে সোহাগের বিয়ে হয়। এক বছর সুখে কাটলেও এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এর জেরে দুজনের তালাকও হয়ে যায়। পরে আবারও তাদের বিয়ে দেওয়া হয়।”
প্রথমবার বিয়ের সময় কাবিন ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়। আর দ্বিতীয়বার ৫ লাখ টাকা ধার্য করা হয় বলে জানান তিনি।
রিপার ভাই তারিকুল ইসলাম শাওন সাংবাদিকদের বলেন, “সোহাগের পরিবার দাবি করছে, চোর এ কাজ করেছে। এ জন্য নিহত লালমুন্নেছার খাটের নিচে বাহির থেকে সিঁদ কাটা হয়। কিন্তু সেখান থেকে একটি মানুষ কোনভাবেই প্রবেশ করতে পারবে না। আর প্রবেশ করলেও খাটের নিচে যে মাকড়সার বাসা ছিল সেটা নষ্ট হতো। এতেই বোঝা যায় ঘরের ভেতর থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে।
রিপার বোন মাহিনুর আক্তার শিখা সাংবাদিকদের বলেন, “ঘটনার রাতে রিপা মায়ের সঙ্গে কথাও বলেছিলো। আমার বোন তো শারীরিকভাবে অসুস্থ ছিল না। তাহলে কি কারণে সে মারা যাবে।?”
রিপার চাচা নুর হোসেন বলেন, পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখলাম ঘরের সিঁদ কাটা হয়েছে। কিন্তু সেখান দিয়ে কোনো লোক আসা যাওয়ার মতো আলামত নাই। ঘরের ভেতরে ও বাইরে মাকড়সার জাল রয়েছে। কেউ আসা যাওয়া করলে জাল থাকতো না।
“আসলে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাইছে। রিপার স্বামীই ঘটাইছে।“
এ ঘটনায় রিপার দাদি শাশুড়িও তো মারা গেছেন- এমন প্রশ্নের উত্তরে নুর হোসেন বলেন, “এডা তো আমরা জানি না। তবে সোহাগের মা যে অসুস্থ; এইডা একটা নাটক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট