বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে পুলিশের বাধার মুখে ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। সোমবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে গনতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশের বাধার মুখে বিএনপির নেতা-কর্মীরা সেখানেই বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সরকারের সমালোচনা করে খালেদা জিয়ার মুক্তিদাবী করে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, যুব বিষয়ক সম্পাদক জেলা বারের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন,
সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মহসীন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জেসমিন জাফর, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ শাহজাহান সিকদার, সদস্য সচিব আঃ রহমান খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আল হেলাল নয়ন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আঃ লতিফ সিদ্দিকীসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।