বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিপিএলের চলমান আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ইতোমধ্যে প্লে-অফের সেরা চার দল পেয়ে গেছে বিপিএল। এর মধ্যে গত দু’দিন বিপিএলের কোনো ম্যাচ ছিল না।
এই সুযোগটায় ওমরাহ পালন করতে উড়াল দেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ওমরাহ শেষে গতকাল সকালে ঢাকায় ফিরেছেন তিনি।
আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ম্যাচে কুমিল্লার বিপক্ষে ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে মাঠে নেমে পড়বেন দেশসেরা ক্রিকেটার।
শেষ চার নিশ্চিত করলেও এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে অবস্থান করবে। চার দলেরই চোখ প্রথম কোয়ালিফায়ারের দিকে। তাই চার দলই চাইবে সেরা দুইয়ে থাকতে।
প্রথম কোয়ালিফায়ারে খেলার সবচেয়ে বড় সুবিধা হারলেও ফাইনাল খেলার বাড়তি একটা সুযোগ পাওয়া পায়। তিন ও চার নম্বরে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচ। ওই ম্যাচে যারা জিততে তারা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেই দল হারবে সেই দল বিপিএল থেকেই বিদায় নেবে।