বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ।। বরিশালে “যত্রতত্র হিসু উৎসব“ মানববন্ধন পালন করা হয়েছে।
দুপুর ১২টায় নগরীর জাদুঘর সম্মুখে “যত্রতত্র করলে হিসু, সবাই তোমায় বলবে শিশু“ এই স্লোগানে “বিডি ক্লিন“ এর উদ্যেগে মানববন্ধন এর আয়োজন করা হয়। সারাদেশের সাথে মিল রেখে বরিশালে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মূলত বিডি ক্লিন দেশের একটি সেবামুলক সংগঠন।
এ বিষয়ে তারা জানান, আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায় মানুষ যত্রতত্র রাস্তাঘাটে মূত্র ত্যাগ করে। এর ফলে আমাদের পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে মানব স্বাস্থ্যেরও। তাই বিডি ক্লিন এ বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করেছে।