কুমিল্লায় খেলতে এলেন মইন, বরিশালে রাজাপাকসা - The Barisal

কুমিল্লায় খেলতে এলেন মইন, বরিশালে রাজাপাকসা

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২৩, ২১:৫৪
  • 176 বার পঠিত
কুমিল্লায় খেলতে এলেন মইন, বরিশালে রাজাপাকসা
সংবাদটি শেয়ার করুন....

বিপিএলের শিরোপা ধরে রাখার চেষ্টায় মরিয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের শক্তি বাড়িয়েছে আরও। দলে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি। গত আসরে দলের শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশাল এনেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসাকে।

গত আসরে কুমিল্লার হয়ে ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছিলেন মইন, উইকেট নিয়েছিলেন ৯টি। ফাইনালেও দলের বিপর্যয়ের সময় খেলেছিলেন ৩৮ রানের ইনিংস। গত আসরের আগে একবারই তিনি বিপিএলে খেলেছিলেন। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেকের আগেই ২০১৩ বিপিএলে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি দুরন্ত রাজশাহীর হয়ে।

এবার বিপিএলে আসার আগে তিনি সবশেষ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। নতুন এই আসরে শারজাহ ওয়ারিয়র্স দলের নেতৃত্ব ছিল তার কাঁধেই। খুব ভালো পারফরম্যান্স অবশ্য করতে পারেননি ৩৫ বছর বয়সী ক্রিকেটার। ৭ ম্যাচে মোট রান করেন ৭৬, উইকেট নেন ২টি।

আইএল টি-টোয়েন্টির মধ্যে অবশ্য ইংল্যান্ডের হয়ে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে ৪৫ বলে ৫১ ও আরেকটি ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি।

রাজাপাকসাও সবশেষ খেলেন আইএল টি-টোয়েন্টিতেই। দুবাই ক্যাপিটালসের হয়ে খুব ভালো করতে পারেননি তিনি। তিন ম্যাচ খেলে ৩১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান করেন ৯, ৩ ও ০। পারফরম্যান্স ভালো ছিল না তার গত মাসে ভারতে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার হয়েও। তবে আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি আছে তার।

বিপিএলে আগে একবারই খেলেছেন রাজাপাকসা। কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সেবার ৬ ম্যাচে ১৮৮ রান করেছিলেন ৩৭.৬০ গড় ও ১৫৫.৩৭ স্ট্রাইক রেটে।

রাজাপাকসার বরিশাল রোববার এলিমিনেটর ম্যাচে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। মইনের কুমিল্লা একই দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট