বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সার্বিক বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আইনুন নাহার রেনু, পৌর মেয়র মোঃ জাকির হোসেন তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আঃ মালেক মাষ্টার, হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রাজ্জাক শশী, মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাছনায়ীন জাকির প্রমূখ। উপস্থিত ছিলেন, সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।