ইচ্ছার বিরুদ্ধে আয়োজন, বিয়ের আসরে বাবার গলায় মেয়ের ছুরি! - The Barisal

ইচ্ছার বিরুদ্ধে আয়োজন, বিয়ের আসরে বাবার গলায় মেয়ের ছুরি!

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৩, ০৪:৩০
  • 135 বার পঠিত
ইচ্ছার বিরুদ্ধে আয়োজন, বিয়ের আসরে বাবার গলায় মেয়ের ছুরি!
সংবাদটি শেয়ার করুন....

পুলিশ কর্মকর্তার মেয়ের বিয়ের আয়োজন চলছে। দাওয়াতে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা এসেছেন। ইতিমধ্যে বরযাত্রীও উপস্থিত হয়েছেন। শুরু হয়েছে বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা। এ সময় কনের মতামত জানতে চাওয়া হলে বাবার সঙ্গে একান্তে কথা বলতে চান। একপর্যায়ে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে বাবার গলায় ছুরি চালান মেয়ে।

এমন ঘটনা ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের তালুকইসাদ দারারপাড় গ্রামে।

ওই পুলিশ কর্মকর্তার নাম ফজল হক (৫০)। তিনি রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) উপপরিদর্শক হিসেবে কর্মরত। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফজল হক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নৌবাহিনীতে কর্মরত এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন ফজল হক। শুক্রবার পূর্বনির্ধারিত তারিখে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দাওয়াতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত হন। বরযাত্রীও আসেন সন্ধ্যা ৭টার দিকে। রাত সাড়ে ৯টার দিকে বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। কনে বিয়েতে রাজি কি না জানতে তার রুমে যান বিয়ের উকিলসহ প্রতিনিধিরা। কিন্তু কনে কোনো মতামত না জানিয়ে বাবার সঙ্গে একান্তে কথা বলতে চান। এ সময় বাবা ফজল হককে রেখে বিয়ের উকিলসহ সবাই রুমের বাইরে চলে যান। পরে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার অভিযোগে বাবা ফজল হকের গলায় ছুরিকাঘাত করেন মেয়ে।

বিয়েতে উপস্থিত লোকজন আহত ফজল হককে দ্রুত উদ্ধার করে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করায় বাবাকে ছুরিকাঘাত করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কনে, তার দুই ভাই-বোন ও এক মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট