বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশের আলোচিত সোশাল মিডিয়া তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমআত্মহত্যার হুমকি দিয়েছেন। সম্প্রতি রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন নাট্যজন মামুনুর রশীদ। আর তার মন্তব্যের বিপরীতে গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন হিরো আলম। হিরো আলম বলেন, তাদের (মামুনুর রশীদ) মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য সৌভাগ্য। আমি নাকি ১৮ কোটি লোকের রুচি নষ্ট করেছি। আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, রুচি নষ্ট করেন। এই ইউটিউবার আরও বলেন, স্যার আপনি আমাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন, অনেক আর্টিস্ট আপনার হাতে তৈরি। অনেক লোক আপনার হাতে তৈরি। স্যার আপনি ইচ্ছা করলে কিন্তু আমাকে তৈরি করতে পারতেন।
বিজ্ঞাপন
কিন্তু করেন না। আলম আরও বলেন, আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি- সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত। আত্মত্যার হুমকি দিয়ে হিরো আলম বলেন, আজ আমার জন্য কে দায়ী। আরে ভাই, আপনারা আমাকে নিয়ে কথা কেন বলেন? কেন ভাই? একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব। আপনার রুচি নিয়ে থাকেন। আমি আত্মহত্যা করলে দায়ী থাকবেন আপনারা। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? সবকিছুতে টর্চারিং করতেছেন। এ সময় হিরো আলাম তাকে ধিক্কার দেওয়া বন্ধ করতে বলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাকে কারাগারে দেওয়ার জন্য।