বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার॥ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শনিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতার মটর সাইকেলে পুলিশের মটর সাইকেলের ধাক্কা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে পুলিশকে প্রহার করে ছাত্রলীগ নেতা কর্মীরা। এ ঘটনায় ঐ রাতেই৮ জনের নামোল্লেখস করে ছাত্রলীগের ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা বাদি হন আহত কনস্টেবল ভূদেব।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ইফতারীর পূর্ব মূহূর্তে কনস্টেবল ভূদেব দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়া থানায় ফিরছিলেন। উপজেলা সদরের বিএইচপি কেন্দ্রীয় মসজিদ এলাকায় তার মোটর সাইকেলের সঙ্গে ছাত্রলীগের একটি মোটরসাইকেল বহরের সংঘর্ষ হয়। এতে আগৈলঝাড়া থানার কনস্টেবল ভূদেব এবং উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক দুজনেই আহত হয়। এতে ক্ষুব্ধ হয়ে জাকির পাইকের সহযোগীরা ভূদেবকেবেদম মারধর করে। এতে কনষ্টেবল ভুদেব গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে। রাতেই ভূদেব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১জনের বিরুদ্ধে মামলা করলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজককে আটক করা হয়। এরা হচ্ছেন সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ কর্মী জিয়া ফরিয়া এবং জহিরুল পাইক।