সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক - The Barisal

সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

  • আপডেট টাইম : এপ্রিল ২৫ ২০২৩, ০৮:১০
  • 249 বার পঠিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক
সংবাদটি শেয়ার করুন....

মাদকের অপব্যবহার রোধে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনস্ত দপ্তর ও সংস্থাগুলোকে। একইসঙ্গে ভর্তি-নিয়োগে ডোপ টেস্ট সংক্রান্ত পুর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নে কার্যক্রম দ্রুত শেষ করতে বলা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ অধীনস্ত দপ্তর সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০ম সভার সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ডোপ টেস্ট ও সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ডোপটেস্ট বাধ্যতামূলক করতে বলে গত ১৪ এপ্রিল অধীনস্ত দপ্তর সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠির কপি দৈনিক শিক্ষাডটকমের হাতে আছে।

গত ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট করা এবং সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এ সংক্রান্ত একটি পুর্ণাঙ্গ বিধিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে। গত ১২ মার্চ সে সভার সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছিলো।

গত ১৪ এপ্রিল উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে অগ্রপতির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে অধীনস্ত দপ্তর ও সংস্থাগুলোকে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দশম সভার কার্যবিবরণীর আলোকে এসব নির্দেশনা দেয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট