বরিশাল ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পাঁচ দিন পর হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান রয়েছেন। কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ির সঙ্গে রয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বাসায় তার চিকিৎসা চলবে।
উল্লেখ্য, গত ২৯শে এপ্রিল নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।