বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা এমটি এবাদী-১ জাহাজের পেট্রোলের ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজনের মৃত্যু হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিষ্ফোরণের ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে জাহাজের কর্মীরা ৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন।