চমক রেখে বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্ট দল ঘোষণা - The Barisal

চমক রেখে বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্ট দল ঘোষণা

  • আপডেট টাইম : জুন ০৭ ২০২৩, ০৫:১৭
  • 149 বার পঠিত
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে আফগানদের টেস্ট দল ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি আফগানিস্তান দলের সবচেয়ে বড় তারকা রশিদ খান। তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেললেও বাংলাদেশের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের দলে নেই তিনি। তাকে বাইরে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

১৫ জনের এই দলে ডাক পেয়েছেন দুই পেসার ইবরাহিম আবদুলরাহিমজাই, নিজাত মাসুদ এবং তরুণ লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ডাক পেয়েছেন অলরাউন্ডার করিম জানাতও।

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম মাঠে গড়াবে। প্রতিদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হবে। ঘরের মাঠে টেস্ট ছাড়াও এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। তবে বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে রশিদ খানরা ভারতে গিয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এরপর আবারও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ খেলতে আসবে আফগানিস্তান।

আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আফগানিস্তানের দল
হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলীখাইল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আবদুল রহিমজাই , ইয়ামিন আহমদজাই এবং নিজাত মাসউদ।

রিজার্ভ
জিয়াউর রহমান আকবর, নূর আলী জাদরান, আজমতুল্লাহ ওমরজাই এবং সাইয়েদ আহমেদ শিরজাদ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট