বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপি থেকে বহিস্কৃত বিসিসির স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপনকে অবাঞ্ছিত ঘোষণা সহ তার কুশপুত্তলিকা দাহ করেছে জেলা-মহানগর যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এক প্রতিবাদ সভা শেষে কুশপুত্তলিকা দাহ করে তারা। বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, বিএনপি নেতা ফিরোজ, কিরন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, নজরুল, যোবায়ের, আরিফ সিকদার, হাবিব সিকদার প্রমুখ। এসময় বক্তারা কামরুল হাসান রুপমকে জাতীয় বেঈমান ও মীর জাফর আখ্যায়িত করে বরিশালের মাঠিতে অবাঞ্চিত ঘোষণা করে। উল্লেখ্য সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষো ভোট চাইছেন বিলকিস জাহান শিরিন এমন বক্তব্য দিয়েছিলেন কামরুল আহসান রুপন।