বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের নান্দনিক ব্যাটিংয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে টাইগাররা।
প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান, ওভারপ্রতি ৪.৫৮ তুলেছে বাংলাদেশ দল।
ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন মুশফিক ও মিরাজ। মুশি ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রানে অপরাজিত আছেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানেই হারায় ওপেনার জাকির হাসানকে।
২ বলে মাত্র ১ রান করতে পেরেছেন তিনি। এর পরই আফগান বোলারদের পাল্টা আক্রমণ করেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ২১২ রানের জুটি। জয় থামেন ১৩৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে।
তবে শান্ত খেলতে থাকেন মারকুটে ভঙ্গিমায়। ১১৮ বলেই পূরণ করেন শতক।
নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেলতে পারতেন শান্ত। তবে তা হয়নি, শান্ত আউট হন ১৭৫ বলে ১৪৬ রানের ইনিংস খেলে। শান্তর আগে সাজঘরে ফেরেন চারে নামা মমিনুল হক (১৫)।
হাসেনি ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের (৯) ব্যাটও, ২৯০ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। দিনের শেষ দিকটা রাঙিয়েছেন মুশফিক ও মিরাজ। এরই মধ্যে ৫ উইকেটে ৩৬২ রান হয়ে গেছে। কোথায় গিয়ে থামে বাংলাদেশের প্রথম ইনিংস, সেটাই এখন দেখার বিষয়!