বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটার সৈকতে হাজারো পর্যটক - The Barisal

থার্টি ফাষ্ট নাইট

বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটার সৈকতে হাজারো পর্যটক

  • আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১০:২৭
  • 1105 বার পঠিত
বছরের প্রথম সূর্যোদয় দেখতে কুয়াকাটার সৈকতে হাজারো পর্যটক
সংবাদটি শেয়ার করুন....

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ২০১৯ সালের পশ্চিম আকাশে শেষ সূর্যাস্তকে পেছনে ফেলে
২০২০ সালে পুবে আকাশে প্রথম সূর্যোদয় দেখতে দেশী-বিদেশী হাজারো পর্যটক কুয়াকাটার সৈকতে জড়ো হয়েছে।

মৃদু বাতাসে নারিকেলকুঞ্জ, ঝউ বাগানের পত্রমালা সাগরের ঢেউয়ের সাথে দোল খাচ্ছে। গোটা সৈকতে ছোট ছোট ঝিনুক যেন কার্পেটের মতো বিছিয়ে রয়েছে। সাগরের ভেসে বেড়াচ্ছে পর্যটকবাহী ট্রলার, লঞ্চ ও ডিঙি নৌকা। প্রকৃতিও আজ হাসছে পর্যটদের সাথে। কনকনে শীত উপেক্ষা করে স্কুল কলেজের শিক্ষার্থী ও আগত পর্যটকসহ অনেকেই সৈকতের বালুকা বেলায় সেই স্মৃতিটুকো ধরে রেখেছেন। থার্টি ফাষ্ট নাইট উপলক্ষ্যে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার গোটা সৈকত জুড়ে যেন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

ঘুরে দেখা গেছে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা সাগরে ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন। কেউ সমুদ্র স্নানের পাশাপাশি সৈকতের বালুতে পা ডুবিয়ে অন্যরকম আনন্দ- অনুভূতিতে আত্মহারা কেউ কেউ। কেউবা আবার হাতে থাকা র্স্মাট মোবাইলের সেলফি তুলে সাথে সাথে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,হোটেল-মোটেলের সুবিধা ভাল থাকায় এবছর হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর সমাগম হয়েছে কুয়াকাটায়। এসব পর্যটকদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারীও ছিল চোখে পড়ার মেতো।

সৈকতে দাড়িয়ে কথা হয় পর্যটক মো.শাহিন আলম সাথে। তিনি জানান, এই প্রথম কুয়াকাটায় আসা। প্রকৃতিকে একটু কাছে থেকে দেখার সুযোগ কমই হয়। এখানকার সবকিছুই সুন্দর। একই স্থানে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্তের মতো মনলোভা দৃশ্যও দেখেছি। আর বেশকিছু স্মৃতি মোবাইল ধারন করে রেখেছি। তবে রাতে কুয়াকাটার সৈকত ছিলে অন্ধকারাছন্ন। আলো ব্যবস্থা থাকলে ভালো হতো বলে তিনি জানিয়েছে।একাধিক আবাসিক হোটেল মালিক ও স্থানীয়দের সাথে আলাপ করলে তারা
জানান, থার্টি ফাষ্ট নাইট উপলক্ষ্যে এখানকার হোটেল মোটেল আগে ভাগেই বুকিং ছিলো।

কুয়াকাটা সমুদ্র বাড়ী রিসোর্ট’র পরিচালক জহিরুল ইসলাম মিরন বলেন, প্রতিবছরের মত এবারও থার্টি ফাষ্ট নাইট উপলক্ষ্যে ব্যাপক পর্যটক এসেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা রুম বুকিং এর জন্য এখনো যোগাযোগ করছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোন’র সিনিয়র এ এসপি মো.জহিরুল ইসলাম জানান, পর্যটদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে
মহিপুর থানা পুলিশ, নৌ-পুলিশসহ আমাদের টুরিস্ট পুলিশ মোতায়ন ছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট