বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোঃ ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী (পটুয়াখালী)
মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ দণ্ড প্রদান করেন।
এরআগে এদিন অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হল নামক ওই ঔষধের ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এইসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায় সেখানে। এই দায়ে ফার্মেসি মালিক মোশাররফ খানকে ৭ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অভিযোগে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় দোকান মালিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।