বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল জেলার উজিরপুরে ১৫ জুলাই সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের একটি ডোবা থেকে ৪৫ বছর বয়সী অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার এসআই আশিক জানায়, স্থানীয় গ্রাম পুলিশ আয়নাল হক ১৫ জুলাই থানায় সংবাদ দেয় উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের বেল্লাল বখতিয়ারের বাড়ির সামনে পানির ডোবায় অজ্ঞাত নারীর লাশ দেখতে পাওয়া গেছে। এই সংবাদশুনে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা করি। এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্ত্রের জন্য ১৫ জুলাই শনিবার বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অজ্ঞাত নামা মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।