বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে মুজিব বর্ষের প্রথম দিনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (০১ জানুয়ারী) দুপুরে শহরের সবুজবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা শতাধিক কম্বল বিতরণ করেন।
এসময় জেলা ছাত্রলীগ নেতা তাজ হোসেন তালুকদার, সাংসদের ইয়ুথ এ্যাম্বাসেডর মোঃ জহিরুল ইসলাম, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা বলেন, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে সকল শ্রেণিপেশার মানুষের মধ্য ছড়িয়ে দিতে তিনি সর্বপ্রথম দিনে এই উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারি বেসরকারি কর্মসূচির পাশাপাশি নারী ও শিশু এবং সুবিধা বঞ্চিতদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত সকল কর্মকাণ্ডে জান সম্পৃক্ততা এবং সুফল ছড়িয়ে দিতে তিনি কাজ করবেন।