বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের মুলাদীতে গলায় চিড়া আটকে হাসপাতালে চিকিৎসাধীন মাহিম নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে মুলাদী হাসপাতালে এ ঘটনা ঘটে। মাহিম উপজেলার মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। জানা গেছে, মিজানুর রহমান ছেলের পেটের সমস্যার জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সন্ধ্যার দিকে মাহিমের মা ছেলেকে শুকনো চিড়া খাওয়ানো শুরু করেন। একপর্যায়ে গলায় চিড়া আটকে যায়। ওই সময় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা গলা থেকে চিড়া বের করতে ব্যর্থ হয়। একপর্যায়ে মাহিম মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, শিশুটির মায়ের অসাবধানতার কারণে গলায় চিড়া আটকে শ্বাস বন্ধ হয়ে মারা গেছে।