বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে দিলেন এক পুলিশ সদস্য। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন গাজী মিজানুর রহমান। জয়লাভের পর তাকে নেছারাবাদ থানায় কর্মরত এসআই মুজিবুল হক মালা পরিয়ে শুভেচ্ছা জানান।বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
কিছুক্ষণ পর সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হলেও ততক্ষণে ছবিটা বিভিন্নজনের হাতে চলে যায়।
উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় সমর্থিত প্রার্থী ফারজানা আক্তারকে ৫১৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন গাজী মিজানুর রহমান।
এ ঘটনার পরপরই নির্বাচনে ওই পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পরাজিত প্রার্থী ফারজানা আক্তার বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে পিরোজপুর থেকে ইন্সপেক্টর মো. মহিবুল্লাহ ও এসআই মুজিবুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য আসেন। নির্বাচনের সময় তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
তিনি ওইসব পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মো. সফিউর রহমান জানান, নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে, এখানে কেউ যদি তার ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ করে থাকেন, তবে এটা তার একান্ত ব্যক্তিগত দায়। এখানে পুলিশ বিভাগের কোনো দায় নেই।
ইতিমধ্যে এ ঘটনায় এসআই মুজিবুল হককে পিরোজপুর পুলিশ লাইনে শোকজ করা হয়েছে।
নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রার্থী ফারজানা আক্তার লিখিত অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।