বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের হাতে হাতে এখন নতুন বই। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি তারা। প্রতিটা বইয়ের পাতা উল্টেপাল্টে দেখছে। আর গন্ধ শুকছে। বই নিয়ে তাদের সঙ্গে কথা বলার শুরুতেই হড়হড় করে একনিশ্বাসে বলে,‘বাংলা, ইংরেজি, গণিতসব বই পড়ব। বাংলা বইয়ের গল্প-কবিতা আগে পড়ে ফেলব।
এ উপজেলায় ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার ৯ শত ৪৮ জন শিক্ষার্থীদের হতে পর্যক্রমে তুলে দিবে উপজেলা শিক্ষা বিভাগ। বুধবার বেলা ১১ টায় মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে এ বই উৎসবের
আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বিনা মুল্যে বই বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.মুনিবুর রহমান। প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন প্রমুখ ।
অনুষ্ঠান শেষে পৃথক পৃথক ভাবে খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, শোবহান শিকদার মডেল একাডেমিসহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে বই বিতরন করা হয়। উপজেলার মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ২০ হাজার বই বিতরন করা হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্র ।