শেবাচিমে ভুল অস্ত্রোপচারের ঘটনায় থানায় অভিযোগ, তদন্তে কমিটি - The Barisal

শেবাচিমে ভুল অস্ত্রোপচারের ঘটনায় থানায় অভিযোগ, তদন্তে কমিটি

  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২৩, ০৮:৪১
  • 222 বার পঠিত
শেবাচিমে ভুল অস্ত্রোপচারের ঘটনায় থানায় অভিযোগ, তদন্তে কমিটি
সংবাদটি শেয়ার করুন....

দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবচিম) হাসপাতালে ৬ বছরের শিশু রায়হানের ভুল অস্ত্রোপচারের অভিযোগে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বুধবার শিশুটির বাবা রিকশাচালক শাহাজালাল এ লিখিত অভিযোগ জমা দেন। অপরদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শেবাচিম কর্তৃপক্ষ।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শাহজালাল তার শিশু সন্তানের ভুল অস্ত্রোপচার করার অভিযোগ জানিয়ে বুধবার থানায় একটি অভিযোগ জমা দেন। এতে সুনির্দিষ্ট কোনো চিকিৎসকের নাম উল্লেখ করা হয়নি। তবে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করা হয়নি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে।

শিশু রায়হানের বাবা হাজালাল থানায় অভিযোগ দেওয়ার কথা জানিয়ে বলেন, তারা ধারণা করছেন, চিকিৎসকরা সন্তানের কিডনি রেখে দিয়েছেন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল জানান, ভুল অস্ত্রোপচারের অভিযোগ তদন্তে সার্জারি বিভাগের প্রধান ডা. নাজমুল হককে প্রধান এবং ডা. নাজমুল হাসান ও ডা. সৌরভ সুতারকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই নগরীর লুৎফর রহমান সড়ক এলাকার বাসিন্দা শাহজালালের ছেলে রায়হানের (৬) ঘাড়বাঁকা সমস্যার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই বিভাগের প্রধান ডা. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শিশুটির ঘাড়ের মাংস বেড়েছে। অস্ত্রোপচার করতে হবে। গত শনিবার রায়হানকে শেবাচিমের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। দেড়ঘণ্টা পর বের করা হলে দেখতে পান তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। তখন চিকিৎসকরা জানান, রায়হানের হার্নিয়া সমস্যা ছিল। তাই তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির ঘাড়বাঁকার সঙ্গে হার্নিয়ার সমস্যাও ছিল। দুটি অস্ত্রোপচার একসঙ্গে করা যায়না। তাই আগে হার্নিয়া সমস্যার সমাধান করা হয়েছে। পরে ঘাড়বাঁকার অস্ত্রোপচার করা হবে। তবে অভিভাবকদের পূর্ব সম্মতি ছাড়া তলপেটে অস্ত্রোপচার করায় চিকিৎসকরা তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট