বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝড়ঝড়িয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমীন খান (৪০) সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের চান খানের ছেলে এবং মো. সোহাগ (৩৪) সদর উপজেলার আলমকাঠী গ্রামের সালাম মীরের ছেলে। বৃহস্পতিবার ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলযোগে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী পিরোজপুর শহর থেকে কদমতলা ইউনিয়নের দিকে যাচ্ছিলেন।
সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে পৌঁছার পর আমিন ও তার সহযোগীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এর পর ওই নারীকে কাছের একটি বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় শুক্রবার পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি আমীন খান ও সোহাগ নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।