বরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত - The Barisal

বরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১১ ২০২৩, ০৬:৪২
  • 202 বার পঠিত
বরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০২ জন, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৬ জন, বরগুনায় ৩৯ জন ও ঝালকাঠিতে ১০ জন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১১৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে ৪৪৯ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ২৬৭ জন, ভোলায় ১১০ জন, পিরোজপুরে ১৪৬ জন, বরগুনায় ১৭৮ জন ও ঝালকাঠিতে ১৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৫ হাজার ৬৯৭ জন। এছাড়া গোটা বিভাগে ৫৬ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশালে ৩৫ জন, ভোলায় ৭ জন, বরগুনা ৫ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এছাড়া বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের চিকিৎসায় গুরুত্ব দিতে সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট