বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দলীয় কর্মসূচিতে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ব্যাখ্যা জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৬ নভেম্বর সকালে তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই বক্তব্যের কারণে আদালত অবমননার অভিযোগ এনে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, হাবিবকে সে ব্যাখ্যা দিতে হবে সেদিন।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা হাবিবুবর রহমান হাবিব মাননীয় বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে অশালীন বক্তব্য দিচ্ছেন। বক্তব্যটা এতটাই অশালীন যে, কোনো শিক্ষাত রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে এ বক্তব্য যায় না। ছড়িয়ে পড়া ভিডিওটি মাননীয় প্রধান বিচারপতির নজরে আনলে সেটি তিনি হাইকোর্টে দেন। সে ধারাবাহিকতায় বিষয়টি কার্যতালিকায় উঠলে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।