ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের জয় - The Barisal

ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের জয়

  • আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৩, ২১:৫৩
  • 128 বার পঠিত
ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ের জয়
সংবাদটি শেয়ার করুন....

ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদটা ভুলে গিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। অবশেষে সেই স্বাদ পেলো তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সর্বাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়েছে দ্য স্কাই ব্লুরা। উরুগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে একচ্ছত্র আধিপত্য করে খেলেছে সেলেসাওরা। কিন্তু কাজের কাজটা করেছে উরুগুয়ে। মন্টেভিডিওতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে তারা। নুনেজ ও ডি লা ক্রুজ গোল দুটো করেছেন। ম্যাচের উভয়ার্ধে একটি করে গোল পায় উরুগুয়ে। এ জয়ের মাধ্যমে ২০০১ সালের পর ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেলো উরুগুয়ে। অর্থাৎ ২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্বাদ পেলো উরুগুয়ে।

উরুগুয়ের এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে বড় ধরণের পরিবর্তন এসেছে। ব্রাজিলকে টপকে উরুগুয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। চার খেলা শেষে তাদের পয়েন্ট সাত। ব্রাজিলেরও সমান পয়েন্ট। তবে গোল পার্থক্যে তারা তৃতীয় স্থানে নেমে এসেছে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভেনেজুয়েলা। এক খেলা কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের সমালোচনার শেষ নেই। এ ম্যাচেও সমালোচনা নেইমারকে ছাড়েনি। আগের ম্যাচে ব্যর্থতার কারণে ভক্তরা তার মাথায় পপকর্ন ঢেলে দিয়েছিল। এবার তো বেশির ভাগ সময়ই মাঠে থাকতে পারেননি। প্রথমার্ধের ইনজুরি সময়ে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

উরুগুয়ে তাদের প্রথম গোল পায় ৪২ মিনিটে। ম্যাক্সি আরাউজোর কাছ থেকে বল পেয়ে ডারউইন নুনেজ হেড করে বল ব্রাজিলের জালে জড়িয়ে দেন। দারুণ এক হেড ছিল এটি। গোল হজমের পরপরই ইনজুরি আক্রান্ত হয়ে নেইমার মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। তার পরিবর্তে রিচার্লিসন মাঠে আসেন। কিন্তু কাজের কাজটি তিনি করতে পারেননি। বরং ৭৭ গোলখাতায় নাম লেখান উরুগুয়ের ডি লা ক্রুজ। ব্রুনো মেন্ডেজের নেওয়া কর্নার কিকটি খুঁজে পেয়েছিল ডারউইন নুনেজকে। জটলার মধ্যে থেকে তিনি লা ক্রুজকে বল দেন। পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা ক্রুজ বলকে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে ভুল করেননি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট