সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস.এম ইকবালের ইন্তেকাল - The Barisal

সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস.এম ইকবালের ইন্তেকাল

  • আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৩, ০৮:৩৫
  • 225 বার পঠিত
সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস.এম ইকবালের ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আইনজীবী, সংস্কৃতিজন ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেল ৫ টায় নগরীর নগরীর সদর রোডস্থ অনামিলেনের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বরিশালের সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গণে।
তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রিয় কর্মস্থল বরিশাল আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে মরহুমের মৃতদেহ। সেখানে আইনজীবী সমিতির সামনে তাঁকে শ্রদ্ধা জানাবেন বিচারক এবং আইনজীবীরা।
পরে সকাল ১১টায় স্মৃতিবিজরিত আগরপুর রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শেষ বিদায়ের জন্য নেয়া হবে এসএম ইকবালকে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টায় তাকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। এছাড়া দুপুর দুইটায় সেখানেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট