বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নির্বাচন নিয়ে পুরো দেশ মাতোয়ারা হয়ে আছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘এটি নিয়ে পক্ষে-বিপক্ষে প্রতিদিন বক্তব্য হচ্ছে। এমনকি এটার গ্লোবাল একটা ডাইমেনশনও পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচনটা দেখতে আগ্রহী। বিভিন্ন দেশ বা সংস্থা থেকে পর্যবেক্ষকেরাও আসবেন।’
আজ শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে একটি হচ্ছে যত দূর সম্ভব নির্বাচন প্রক্রিয়াটাকে দৃশ্যমান করে তোলা। দৃশ্যমান করে তুলে স্বচ্ছতা সৃষ্টি করা। স্বচ্ছতা যদি সৃষ্টি করা যায়, তাহলে সম্ভাব্য অপপ্রচারগুলো হয়তো ঢাকা পড়ে যাবে। স্বচ্ছতা বলতে এমন একটি জিনিস—সত্যেরও স্বচ্ছতা, মিথ্যে-অনাচারেরও স্বচ্ছতা। যদি অনাচার হয়, সেটাও স্বচ্ছভাবে প্রস্ফুটিত হবে। যদি সদাচার হয়, সেটিও স্বচ্ছভাবে প্রস্ফুটিত হবে।’
সিইসি আরও বলেন, ‘আপনারা প্রজ্ঞা, শক্তি, মেধা, অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে এমনভাবে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। এই চেষ্টাটা কীভাবে করবেন জানি না। কারণ ওই জ্ঞান আমার নেই, কিন্তু আপনাদের আছে। আমাদের শুধু বার্তা, মেসেজটা হচ্ছে—নির্বাচনটা শান্তিপূর্ণ করবেন, সুশৃঙ্খল করবেন। গতকালও আমরা রাষ্ট্রপতিকে বলেছি। উনিও চেয়েছেন নির্বাচনটা যেন সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারব না। আপনাদের করাতে হবে।’