বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল বুধবার রাত ৮ টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গাজী ফারুক, পৌর ছাত্রদলের সভাপতি গাজী রুহুল আমিন, সাধারন সম্পাদক শোয়েবুর রহমান, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, তাতীদলসহ অংগসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে ১০ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সাধারন
সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।