বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে আগামীকাল জাতীয় সংলাপ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া এই সংলাপে বিএনপিরও প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ।