বরিশালে পিয়াজের বড় লাফ - The Barisal

বরিশালে পিয়াজের বড় লাফ

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২৩, ০৫:৩৯
  • 104 বার পঠিত
বরিশালে পিয়াজের বড় লাফ
সংবাদটি শেয়ার করুন....

বৃহস্পতিবারও বরিশালে এক কেজি বি পিয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়। হঠাৎ গতকাল বাজার অস্থির হয়ে উঠে। খুচরা বাজারে একলাফে পিয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হতে শুরু করেছে। পেয়াজ রফতারিতে ভারতের নিষেধাজ্ঞার সংবাদ পৌছানো মাত্র পেয়াজের দাম বিদ্যুতের গতিতে বাড়ছে।
ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) এক প্রজ্ঞাপনে এই ঘোষণার কথা বলা হয়েছে। পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার তিন সপ্তাহ আগে এ ঘোষণা দিয়েছে ভারত।
এর আগে, রপ্তানি কমাতে ও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাজারে সরবরাহ বাড়াতে গত ২৮ অক্টোবর পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রতি টন ৮০০ ডলার নির্ধারণ করেছিল দেশটি।
পেয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার সংবাদটি মিডিয়াতে প্রচারের সাথে সাথে বরিশালে বাড়তে থাকে পিয়াজের দাম। বেলা ১১টার দিকে ১২০ টাকা, দুপুরে ১৪০ পাকা, বিকালে খুচরা বাজোরে ১৫০ টাকা দরে প্রতি কেজি পিয়াজ বিক্রি হতে দেখা গেছে। পুরাতন বাজার, নতুন বাজার, নাজিরেরপুলসহ নগরীর বিভিন্ন প্রান্তের খুচরা দোকানগুলোতে যে যেরকম পাড়ছে পিয়াজ ইচ্ছেমত দামে বিক্রি করছে।
পিয়াজের আড়তে দেখা গেছে, বস্তায় বস্তায় সাজানো পিয়াজ রয়েছে। সেখানে পাইকারী ১৩০ টাকা দরে পিয়াজ বিক্রি হচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে এক ব্যবসায়ী জানান, ভারত থেকে পিয়াজ না এলে আগামী ২/৩ দিনের মধ্যে পিয়াজের পাইকারী মূল্য ২০০ ছাড়িয়ে যেতে পারে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট