বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সোমবার বিরতি দিয়ে মঙ্গলবার থেকে ফের ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। রবিবার দুপুরে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উপলক্ষে আলোচনা হবে।
ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনাসভার আয়োজন করা হবে বলে জানান রিজভী।