বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে প্রতি ডজন ডিমের দাম ছুঁয়েছে ৪০০ পাকিস্তানি রুপি (পিকেআর)। এআরআই নিউজ রবিবার (১৪ জানুয়ারি) বাজার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই খবর। স্থানীয় প্রশাসন সরকারি মূল্য তালিকা কার্যকর করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানে বেশিরভাগ পণ্যের দাম আকাশচুম্বী।
এআরআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেঁয়াজ প্রতি কেজি ২৩০ থেকে ২৫০ পাকিস্তানি রূপিতে বিক্রি হচ্ছে, যেখানে সরকারের নির্ধারিত মূল্য প্রতি কেজি ১৭৫ পাকিস্তানি রূপি।
গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল। এআরওয়াই নিউজ জানিয়েছে, লাহোরে প্রতি ডজন ডিমের দাম ৪০০ পাকিস্তানি রূপিতে পৌঁছেছে, যেখানে মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬১৫ পাকিস্তানি রূপি। ।