আনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫ - The Barisal

আনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

  • আপডেট টাইম : মে ০৪ ২০২৪, ০৫:৪৮
  • 241 বার পঠিত
আনারস ও মটর সাইকেল প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫
সংবাদটি শেয়ার করুন....

ভোলা সদর উপজেলা নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস ও মোশারেফ হোসেনের সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের ভোলা সদর সার্কেলের এএসপি রিপন কুমার সরকার। এএসপি জানান, ইলিশা জংশন বাজারে রাতে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুসের (মোটরসাইকেল প্রতীক) সমর্থক ও মোশারেফ হোসেনের (আনারস প্রতীক) সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের সমর্থনে বাজারে মিছিল করেছিলেন। তারা ইলিশা ফেরিঘাট এলাকায় মুখোমুখি অবস্থানে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের প্রার্থীর একটি নির্বাচনি অফিস, প্রচারের অটোরিকশা ভাঙচুর এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও ফেরিঘাটে অপেক্ষমাণ কয়েকটি ট্রাকও ভাঙচুর করা হয়। স্থানীয়দের বরাতে এএসপি আরও জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছেন। “তবে এরশাদ (৩৫) নামের মোটরসাইকেলের এক সমর্থককে গুরুতর আহত অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পাঠানো হয়।”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, “বাজারে মোটরসাইকেল প্রার্থীর নির্বাচনি অফিস উদ্বোধন করছিলাম। পরিস্থিতি উত্তপ্ত হলে আমি পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা আমাদের ওপর হামলা করে। ”চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুস জানান, একটি নির্বাচনি অফিস উদ্বোধন করার সময় বিনা উসকানিতে তার সমর্থকদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান মোটরসাইকেল প্রতীকের এই প্রার্থী।
এ বিষয়ে জানতে আনারস প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট