বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর সিনিয়র সহকারী কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদের নেতৃত্বে বৃহষ্পতিবার পটুয়াখালী জেলা শহরের লোহালিয়াঘাট পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে আনিস
এন্টার প্রাইজ দোকান থেকে ২৮৪ কেজি সরকারী নিষিদ্ধ পলিথিন ও চকলেট ব্রাউন্ড কালার রং, ইয়োলো কালার রং, চ্যাকারিং, টেস্টি সল্টসহ মালামাল জব্দ করা হয়।
এ সময় পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আনিসুর রহমান (৪৪) কে আটক করা হয়। আটক পলিথিন ব্যবসায়ীকে পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে হাজির করে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধনী আইন ২০১০ এর ৬(ক) ধারা লঙ্গন করায় ১৯ টেবিল ৪(খ) মোতাবেক ৫০,০০০/- টাকা অর্থদন্ড ধার্য করেন এবং চকলেট ব্রাউন্ড কালার রং, ইয়োলো কালার রং, ছ্যাকারিং, টেস্টি সল্টসহ মালামালের গায়ে মূল্য নির্ধারণ না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫০০০/- টাকা অর্থদন্ড ধার্য করেন। অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরে প্রতিনিধি পরিদর্শক আঞ্জমান নেছা উপস্থিত ছিলেন। অর্থ দন্ডে দন্ডিত আনিসুর রহমান বাউফল উপজেলার দক্ষিন লক্ষীপাশা গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে র্যাব জানান।