ভোলায় একদিনে দুই রাসেল ভাইপার ধরা, আতঙ্কে এলাকাবাসী - The Barisal

ভোলায় একদিনে দুই রাসেল ভাইপার ধরা, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট টাইম : জুন ১৯ ২০২৪, ১০:০৬
  • 186 বার পঠিত
ভোলায় একদিনে দুই রাসেল ভাইপার ধরা, আতঙ্কে এলাকাবাসী
সংবাদটি শেয়ার করুন....

ভোলা জেলার পৃথক স্থানে একই দিনে দুটি বিষধর রাসেল ভাইপার সাপ ধরা হয়েছে। সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন আতঙ্কিত এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদরের ইলিশা ইউনিয়নে ও রাতে দৌলতখান উপজেলায় সাপ দুটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশের জালের সঙ্গে পেঁচানো অবস্থায় একটি রাসেল ভাইপার পাওয়া যায়। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটিচাপা দেন। রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালু মাঝির বসতঘর থেকে আরও একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়।

Advertisement

জালু মাঝি জানান, তার বসতঘরের খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন সাপটি পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেন।

২০২১ সালের ১৮ ডিসেম্বর দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল; যা বন বিভাগের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী তজুমদ্দির উপজেলার শশিগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয়।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি। গেল ৩ বছরে ভোলায় ১৪টি রাসেল ভাইপার সাপ উদ্ধার হয় বলেও সূত্র জানায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট