ওটিটিতে আসছে ‘তুফান’ - The Barisal

ওটিটিতে আসছে ‘তুফান’

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৪, ০২:০১
  • 232 বার পঠিত
ওটিটিতে আসছে ‘তুফান’
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।।  গত কোরবানির ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত রায়হান রাফির ‘তুফান’। শুরু থেকেই ছবিটি নিয়ে হাউজফুল ছিল দেশের প্রেক্ষাগৃহ। এরপর মাত্র ১৫ দিনেই আয় তুলে নেয় ছবিটি। শুধু বাংলাদেশেই নয়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াতেও সাড়া ফেলেছে। বলা যায়, দেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়েছে ‘তুফান’।

কিন্তু দেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল ও বন্যা পরিস্থিতির কারণে থেমে যায় দুষ্ট কোকিলের বাজনা। বিনোদন অঙ্গন নিয়ে মানুষের আগ্রহ হারিয়ে যায়, একযোগে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। প্রায় দেড় মাস পর আবার সচল হয় প্রেক্ষাগৃহ। এরপর গত শুক্রবার থেকে ফের প্রেক্ষাগৃহে আসে ‘তুফান’।

এরই মধ্যে নতুন খবর নিয়ে এলেন নির্মাতা রায়হান রাফি। ওটিটিতে আসছে ‘তুফান’! সামাজিক মাধ্যমে নির্মাতা জানালেন, ‘বছরের বহুল প্রত্যাশিত সিনেমা ‘তুফান’ ওটিটিতে আসতে চলেছে। খুব দ্রুতই দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও হইচই তে। বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন।’

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট