বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কমেছে দাম - The Barisal

বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কমেছে দাম

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০২৪, ০৬:৪৩
  • 130 বার পঠিত
বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কমেছে দাম
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। বরিশালের সকল নদীসহ সাগরে ইলিশ মাছ বেশি ধরা পড়ায় দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে জেলে ও মাছ বিক্রেতারা।

রোববার (৮ সেপ্টেম্বর) বরিশাল নগরীর পোর্টরোড ইলিশ মোকাম সহ বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে। দাম কিছুটা কমলেও মাছের আধিক্যর তুলনায় তা আশানুরুপ না বলে দাবি ক্রেতাদের। মৎস্য কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন। তাদের মন্তব্য চাহিদা বেশি থাকায় মাছের দাম যে পরিমাণ কমার কথা ছিলো, সেই পরিমান কমেনি।

বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার ব্যবসায়ী হুমায়ূন হাওলাদার জানান, বর্তমানে জো থাকায় নদীতে পানি ও স্রোত থাকায় ইলিশ মাছ আসছে। গত তিনদিন ধরে মেঘনাসহ অভ্যন্তরীণ নদীগুলোতে ইলিশ মাছ ধরা পড়ছে। জেলেরা জাল ফেললেই তাতে মাছ পাচ্ছে। যে কয়দিন নদীতে পানি ও স্রোত থাকবে, সেই কয়দিন মাছ পাওয়া যাবে। বর্তমানে সাগরসহ মোহনায় ভালো মাছ ধরা পড়ছে। তাই মাছের দাম কমতে শুরু করেছে।

তিনি আরও বলেন, শনিবার তারা ১০টি নৌকা থেকে জেলেদের জালে ধরা পড়া আড়াই মণ মাছ কিনেছেন। এর মধ্যে মাত্র তিনটি বড় সাইজের মাছ পাওয়া গেছে। বেশির ভাগ মাছের সাইজ ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের। বর্তমানে কেজি সাইজের ইলিশ মাছ প্রতিটি ১ হাজার ৫০০ টাকা দরে কিনেছেন। এর আগে এ মাছের দাম ছিলো ১ হাজার ৬০০ টাকা। এক কেজির নিচে সাইজের ইলিশ মাছ ১ হাজার ৩০০ থেকে ৪০০ টাকা দরে কিনেছেন। জাটকা সাইজের ইলিশ প্রতিকেজি ৫৫০ টাকা দরে কেনা হয়। যা খুচরা বাজারে ৫০ থেকে ৮০ টাকা বেশি দরে বিক্রি হবে।

বরিশাল নগরীর পোর্ট রোডের আড়তদার ইয়ার মীর বলেন, বর্তমানে পোর্ট রোডে মাছের আমদানী ভালো। এতে মাছের দাম কমছে। শুক্রবার পোর্ট রোড মোকামে ৭০০ মণ ইলিশ মাছ বিক্রি হয়েছে। ইলিশ আমদানীতে ব্যবসায়ী, শ্রমিকসহ ক্রেতা- বিক্রেতারা খুশি। রোববার পোর্ট রোডে এক কেজি সাইজের ইলিশ এক হাজার ৫০০, এক কেজির নিচে এলসি সাইজ এক হাজার ৪৫০ টাকা, আধা কেজি সাইজের ইলিশ ১ হাজার ২০০, ৩০০ থেকে ৪৫০ গ্রাম সাইজের ইলিশ প্রতিকেজি ৮৭৫ টাকা, জাটকা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ভারতে মাছ না পাঠানোর কারনে তেমন কোন প্রভাব পড়েনি জানিয়েছেন তিনি।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বর্তমানে ভালো ইলিশ মাছ ধরা পড়ছে। যে পরিমাণ মাছ ধরা পড়ছে কিন্তু দাম সেইভাবে কমছে না। এর প্রধান কারন হচ্ছে চাহিদা। দেশের মানুষ সবাই এখন ইলিশ কিনতে বাজারে ছুটছে। চাহিদা বেশি থাকায় দাম কমছে না।

তিনি বলেন, আগে মানুষ একটি বা দুইটির বেশি মাছ কিনতো না। এখন একেকজন ১০টি মাছও কিনে ফ্রিজিং করেন। সকলের কাছে স্থানীয় নদীর মাছের চাহিদা। তাই নদীর মাছের দাম কমে না। তবে সমুদ্রের মাছের দাম কমেছে। বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জেনেছেন, সমুদ্রে ধরা পড়া ইলিশ মাছের কেজি এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট