বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের ২৩৩ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৩৪.৪ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৮৫ রান করেছে তারা।
তৃতীয় সেশনে বল করতে এসেই শুভমান গিলকে ফেরান সাকিব আল হাসান। হাসান মাহমুদের ক্যাচ হয়ে ফেরার আগে ৩৬ বলে ৩৯ রান করেন তিনি। পরেই সাকিব সাজঘরে ফেরান ঋষভ পন্তকে। তিনি ১১ বলে ৯ রান করেন। এরপর ৪৭ রান করা বিরাট কোহলিকে বোল্ড করেন সাকিব। পরেই আউট করেন অশ্বিনকে।
এর আগে ব্যাট করতে নেমে ৩ ওভারেই দলীয় ফিফটি করে ভারত। টেস্টে যা দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড। আর ১০.১ ওভারে দলীয় দ্রুততম শতরান করে ভারত। ভারতের প্রথম ইনিংসের চতুর্থ ওভারে রোহিতকে বোল্ড করেন মিরাজ। এতেই থেমে যায় ১ চার ও ৩ ছক্কায় খেলা ১১ বলে ২৩ রানের ইনিংসের। তার বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।
চা বিরতির আগে জয়সোয়াল ফেরান হাসান মাহমুদ। ৩১ বলে ফিফটি করা জয়সোয়াল থামেন ৭২ রানে। শেষটা টানেন মিরাজ। তিনি কেএল রাহুলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। রবীন্দ্র জাদেজা ও আকাশ দ্বীপকে তুলে নেন। ঝুলিতে ভরেন ৪ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৩। ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক। ভারতের হয়ে ৩ উইকেট নেন বুমরাহ। ২টি করে উইকেট সিরাজ, অশ্বীন ও দীপের। একটি শিকার করেন জাদেজা।