বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আগামীকাল সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন।
রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাঙ্গণে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও অবরোধ করে। তারা জানান, বিক্ষোভ চলাকালে তাদের ওপর হামলা হয়েছে, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে, বোর্ডের কর্মকর্তারা জানান, কিছু শিক্ষার্থী অফিসের ভেতরে ঢুকে চেয়ারম্যানের কক্ষেও ভাঙচুর চালিয়েছে।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রকাশ করেছেন এবং তাই তার পক্ষ থেকে কিছু করা সম্ভব নয়। তবে পরে তিনি শিক্ষার্থীদের সামনে পদত্যাগের ঘোষণা দেন।