বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু - The Barisal

বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৪, ০৭:৩০
  • 98 বার পঠিত
বরিশালে এইচপিভি ক্যাম্পেইন শুরু
সংবাদটি শেয়ার করুন....

জরায়ুর মুখে ক্যানসার প্রতিরোধে জাতীয় এইচপিভি ক্যাম্পেইন উপলক্ষে বরিশালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে নগরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত আলী।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনীয় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, বিশেষজ্ঞ সংস্থার মনির, ইউনিসেফের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জরায়ুর মুখে ক্যানসার একটি ভয়ংকর রোগ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকাদানের উদ্যোগ নিয়েছে। বেসরকারিভাবে এ টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ, তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এ টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পল্লবী সুলতানা বলেন, বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য ৩২০টি স্কুল, মাদ্রাসা ও ১০৩টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে ১৮ দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে। আর বরিশাল সিটি করপোরেশনের আওতায় ২১ হাজার ৭০৩ জন কিশোরীদের এ টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৮ দিনের ক্যাম্পেইনের মধ্যে প্রথম পর্যায়ে ১০ দিন ৩২০টি স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের এবং বাকি ৮ দিন ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ১০৩টি কমিনিটি কেন্দ্রের মাধ্যমে জরায়ু ক্যানসার টিকা (এইচপিভি) টিকা দেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট