ভোলা বোরহানউদ্দিনে বসত ঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাট  - The Barisal

ভোলা বোরহানউদ্দিনে বসত ঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাট 

  • আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৪, ১২:০২
  • 164 বার পঠিত
ভোলা বোরহানউদ্দিনে বসত ঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাট 
সংবাদটি শেয়ার করুন....

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ-ডিস ব্যবসা ও মাছঘাট দখলকে কেন্দ্র করে বোরহানউদ্দিনে বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতি বার ১০ (অক্টোবর)  দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলা গঙ্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এরশাদ বদ্দার বাড়িতে তার নিজ বসত ঘরে  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

 

এ সময়, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানোয় বাধা দিতে গিয়ে হামলায় বাড়ির গৃহকর্তী ও সন্তান,  শাশুড়ি, দেবরসহ ৪ জন আহত হয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

বাড়ির মালিক এরশাদ বদ্দার জানান, গত বৃহস্পতি বার  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গঙ্গাপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী সবুজ বদ্দারের  নেতৃত্বে অস্ত্রসজ্জিত মহিবুল্লাহ (৩৫),  বজলু আখন (৪০), রিশাদ (২২), সুমন বদ্দার (২৬), আমজাদ (২৮), আয়ুব (২৮), লিমন (২১), আলামিন (৩০), শুভ (২২), নাঈম (২৪), আবুল কাশেম (৬০) ওসমান (৩৫) সহ আরো অজ্ঞাত ১৫/২০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরো জানান, এ সময় তার স্ত্রী শারমিন (৩০) মা জোসনা বেগম (৬০) শিশু সন্তান আসিয়া (৮) ও ছোট ভাই মোশারেফ (৩৪) কে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে  পিটিয়ে আহত করে।

 

এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরের প্রতিটি কক্ষে ভাঙচুর করে নগদ  ১ লাখ ৭০ হাজার  টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার, ২ ফ্রিজ, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া বর্তমানে সন্ত্রাসীরা এরশাদ বদ্দার এর মাছঘাট ও ডিস লাইন (ক্যাবল) ব্যবসা প্রতিষ্ঠান, জয়া বাজারে তার ডিলারশিপ টিসিবি গোডাউন দখল করে নিয়েছে বলেও জানান তিনি।

 

এ ব্যাপারে জানতে চাইলে হামলার ঘটনায় অভিযুক্ত সবুজ বদ্দার জানান, এরশাদ বরদার বাড়িতে হামলার ঘটনার বিষয়ে কিছুই জানি না। তারা নিজেরা এগুলো ঘটিয়ে আমাদের নাম ব্যবহার করছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ বিষয়ে কার কাছে কেউ অভিযোগ করতে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট