বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের।
দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
মাত্র ২২ রানের মধ্যে ওপরের সারির ৪ ব্যাটারকে হারানোর পর পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে ৪৮ রান যোগ করলেও এই দুজনের বিদায়ের পর আর এগাতে পারেনি বাংলাদেশ। শারমিন আউট হন ৪৩ বলে ৩৮ রান করে। আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান। ৮৭ রানে অলআউট হন বাংলাদেশের মেয়েরা।
আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরলেনা কেলি ও লরা ডেলানি। বাকি একটি উইকেট গেছে আলানা ড্যাজেল।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন আইরিশ মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন লরা ডেলানি। দ্বিতীয় সর্বোচ্চ ওরলা প্রেন্ডারগাস্ট করেন ৩২ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন নাহিদা।
সিরিজের শেষ ম্যাচ ৯ ডিসেম্বর।