মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, এ আস্থাকে ধরে রাখতে হবে- তারেক রহমান - The Barisal

মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, এ আস্থাকে ধরে রাখতে হবে- তারেক রহমান

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৮ ২০২৪, ০৭:১৭
  • 134 বার পঠিত
মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, এ আস্থাকে ধরে রাখতে হবে- তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু বিএনপির আন্দোলনে স্বৈরাচার সরকার পতন হয়নি, সকলের সম্বলিত আন্দোলনের ফসল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একত্রে নেমে এসেছিল বলেই আন্দোলন সফল হয়েছে। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন – মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, কিন্তু এ আস্থাকে ধরে রাখতে হবে।
রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি দেওয়া সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, দেশকে যদি পুনর্গঠন করতে হয় বিএনপি একা পারবে না, সবাইকে সাথে নিয়ে করতে হবে। এজন্য আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যে দলগুলো ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি, আমরা চাই সকল দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যেখানে সব মানুষ তাদের মতামত রাখতে পারবেন এবং সকলে মিলে কাজ করতে পারবেন। তিনি বলেন, আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে জনগণের আস্থা ধরে রাখতে পারব না। বিএনপির প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হলে সকলকে মিলে চেষ্টা করতে হবে।

কর্মশালায় উপস্থিত নেতাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয় তাহলে এখানে সব থেকে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদের অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবেই, থাকতে পারে। আমাদের ৩১ দফাই শেষ না, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে, এটিকে পরিবর্তন করা যাবে না। অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল যদি ভালো প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে।

তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গাতে বিভেদ তৈরি করে দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাচ্ছি দেশকে পুনর্গঠন করতে, স্বাভাবিক করতে। দশতলা একটি বিল্ডিং তৈরি করতে অনেক শ্রমিকের অনেক পরিশ্রম লাগে, কিন্তু সেটি ভেঙে ধুলোর সাথে গুঁড়িয়ে দিতে একজন মানুষই যথেষ্ট। এরকম সবকিছু গড়তেই অনেক মানুষের প্রয়োজন হয়। ৩১ দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই কিন্তু দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, কিন্তু এ আস্থাকে ধরে রাখতে হবে।

উপস্থিত নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফা শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, এটি অবশ্যই দেশ ও দেশের মানুষের জন্য। আজ এখানে যারা এসেছেন তারা নেতা হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। অতএব আপনারা বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, বিএনপির অ্যাম্বাসেডর আপনারা। সহকর্মীবৃন্দ বিভাগ থেকে জেলার নেতৃবৃন্দকে এখানে রেখেছি, এখন আপনাদের অধীনস্ত যতগুলো ইউনিট আছে, সেখানে ছোট ছোট কর্মশালা করতে হবে। নেতাকর্মীকে এডুকেট করতে হবে, আপনারা যা জানলেন, যা শিখলেন, যা বুঝলেন একথাগুলো তাদের বলতে হবে। এরপরে তারা পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন, পাড়ামহল্লা সর্বত্র দেশের মানুষের কাছে বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে যাবে।

বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য নেওয়াজ হালিমা আরলী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিব, বিএনপির মিডিয়া সেলের সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট