বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,১৪ জানুয়ারি।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় চুরি করে স্বর্ণ অলংকার টাকা ও মালামাল নিয়ে গেছে। সোমবার রাত ৮ টার দিকে পৌর শহরের ৬ নং ওয়ার্ড এর নাইয়া পট্টি এলাকা চুরির ঘটনাটি ঘটনা ঘটেছে। বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলট-পালট করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ব্যাপারে সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার,আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকাসহ মালাম চুরি করে নিয়ে গেছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গড়িয়া এলাকার বাসায় তিন সন্ত্রাসী হানা দিয়েছে। তারা বাসার দুই নারীকে হাত, মুখ,চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। বর্তমানে এই ঘটনার হিন্দু অধ্যুষিত ওই এলাকাসহ শহর জুরে মানুষ আতঙ্কিত রয়েছে। কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।